SSSBD Job Circular 2020: Society for Social Service Bangladesh (SSSBD) has released a job circular on January 22, 2020. According to the current circular, they are looking for the recruitment of Assistant Officer (Credit) (অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)) post.
The interested job seekers may download [PDF] official circular notice from the official website (www.sss-bangladesh.org). However, you can also go through this article to know more about সোসাইটি ফর সোসাল সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট) বিজ্ঞপ্তি নিয়োগ ২০২০.
Society for Social Service (SSS ) is a national-level non-government development organization, has got establishment in 1986 through limitless initiatives of a group of committed individuals.
The organization has been conducting various welfare and pro-development activities for about three decades, whereas inclusive sustainable development is the central attempt for the families and society.
SSSBD Job Circular 2020
- Name of the Organization: Society for Social Service Bangladesh (SSSBD)
- Position: Assistant Officer (Credit)
- Total Vacancy: 500
- Job Location (City): Bangladesh
- Salary: Check the Job Circular
- Employment Duration: Full time
Important Dates:
- Starting Date of Application: January 22, 2020
- Deadline of Application: February 20, 2020
- Application Type: Offline
- Submission Process: Via (By Post/Courier)
Eligibility:
- Education: ন্যূনতম স্নাতক পাস (মাস্টার্স এপিয়ার্ড গ্রহণযোগ্য)।
- Age: Maximum 32 years as on 20-02-2020
- Experience: Check the Job Circular
- Extra Knowledge: Check the Job Circular
How to Apply:
আগামী ২০-০২-২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) প্রধান কার্যালয়: এসএসএস ভবন, ময়মনসিংহ রোড, পোস্ট বক্স নং ১০, টাঙ্গাইল-১৯০০, বাংলাদেশ বরাবর নিম্নলিখিত তথ্যাদিসহ আবেদনপত্র জমা দিতে হবে।
প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, ইউনিয়ন, ওয়ার্ড।ইউনিটের নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সদন অনুযায়ী), বয়স, জাতীয় পরিচয় পত্রের নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা।
এছাড়াও প্রার্থীদের ২০০ টাকা (অফেরতযোগ্য) সোসাইটি ফর সোসাল সার্ভিস এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, ময়মনসিং রোড, শাখা টাঙ্গাইল, হিসাব নম্বর STD 6015234002045 -তে অনলাইনে জমা করে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত তথ্যাদি সংযুক্ত করতে হবে-
- ০৩ (তিন) কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত কপি
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে গৃহীত নাগরিক/চারিত্রিক সনদপত্র
- অভিজ্ঞতার সত্যায়িত সদনপত্র (যদি থাকে)
প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সকল সদস্যের মূল কপি সঙ্গে আনতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।