FIVDB Job Circular 2020: Friends in Village Development Bangladesh (FIVDB) has released a job circular on January 27, 2020. According to the current circular, they are looking for the recruitment of Branch Manager, Program Assistant and Accountant cum MIS Officer posts.
The interested job seekers may download [PDF] official circular notice from the official website (www.fivdb.net). However, you can also go through this article to know more about ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভলপমেন্ট বাংলাদেশ শাখা ব্যবস্থাপক, কর্মসূচি সহকারি এবং হিসাবরক্ষক কাম এমআইএস অফিসার বিজ্ঞপ্তি নিয়োগ ২০২০.
FIVDB is a development organisation established in 1979. The basic objectives of the organisation are to empower the disadvantaged women, men and children, contribute in the reduction of poverty, protection and regeneration of eco system and environment. Approaches include education, social organisation building, financial service, health, livelihood and food security.
FIVDB Job Circular 2020
- Name of the Organization: Friends in Village Development Bangladesh (FIVDB)
- Position: Branch Manager, Program Assistant and Accountant cum MIS Officer
- Total Vacancy: N/A
- Job Location (City): Bangladesh
- Salary: Tk. 23,500/-
- Employment Duration: Full time
Important Dates:
- Starting Date of Application: January 27, 2020
- Deadline of Application: February 09, 2020
- Application Type: Offline
- Submission Process: Via (Direct/By Post/Courier)
Eligibility:
- Education: স্নাতক/স্নাতকোত্তর। ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড ও এক্সেল এ পারদর্শী এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও হিসাববিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর এইচ.এস.সি। For more details please check the Job Circular.
- Age: Maximum 30, 35 and 45 years
- Experience: Check the Job Circular
- Extra Knowledge: Check the Job Circular
How to Apply:
আগামী ০৯-০২-২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবর নিম্নলিখিত তথ্যাদিসহ আবেদনপত্র জমা দিতে হবে।
প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, ইউনিয়ন, ওয়ার্ড/ইউনিটের নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সদন অনুযায়ী), বয়স, জাতীয় পরিচয় পত্রের নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত তথ্যাদি সংযুক্ত করতে হবে –
- দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত কপি
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে গৃহীত নাগরিক।চারিত্রিক সনদপত্র
- অভিজ্ঞতার সত্যায়িত সদনপত্র (যদি থাকে)
প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সকল সদস্যের মূল কপি সঙ্গে আনতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম- শাখা ব্যবস্থাপক, কর্মসূচি সহকারি এবং হিসাবরক্ষক কাম এমআইএস অফিসার এবং ইউনিয়ন, ওয়ার্ড/ইউনিটের নাম মোটা কালিতে উল্লেখ করতে হবে।