AFMC Job Circular 2020: Armed Forces Medical College (AFMC) has released a job circular on March 10, 2020. According to the current circular, they are looking for the recruitment of Office Assistant-cum-Computer Typewriter, Audio Visual Assistant, Security Guard & etc. post.
The interested job seekers may download [PDF] official circular notice from the official website (www.afmc.edu.bd). However, you can also go through this article to know more about আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অডিওভিজুয়াল সহকারী, নিরাপত্তা প্রহরী বিজ্ঞপ্তি নিয়োগ ২০২০.
The Armed Forces Medical College (AFMC) is a military medical college in Dhaka Cantonment, Dhaka, Bangladesh. It is run by the Military of Bangladesh and is under the Ministry of Defense of Bangladesh. A Major General of Bangladesh Army’s Medical Corps is the Commandant of the College.
It has two types of students: Medical Cadets (AFMC cadets) and Army Medical Corps Cadets (AMC cadets). AFMC cadets can become civilian doctors after completing the MBBS course, but AMC cadets should join the Army Medical Corps (AMC) of the Bangladesh Army.
AFMC Job Circular 2020
- Name of the Organization: Armed Forces Medical College (AFMC)
- Position: Office Assistant-cum-Computer Typewriter, Audio Visual Assistant, Security Guard & etc.
- Total Vacancy: 08
- Job Location (City): Bangladesh
- Salary: Negotiable
- Employment Duration: Full time
Important Dates:
- Starting Date of Application: March 10, 2020
- Deadline of Application: March 10, 2020
- Application Type: Offline
- Submission Process: Via (By Post/Courier)
Eligibility:
- Education: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ২য় বিভাগ/সমমান সিজিপিএ, এইচএসসি/সমমান সহ কম্পিউটার জ্ঞান আবশ্যক। এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ নিয়োগ বিধি প্রযোজ্য হইবে।
- Age: ১০ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- Experience: Check the Job Circular
- Extra Knowledge: Check the Job Circular
How to Apply:
নির্ধারিত ছকে আবেদনপত্র সকল সংযুক্তিসহ রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ১০ মার্চ ২০২০ তারিখে বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে কমান্ড্যান্ট, আর্মড ফোর্স মেডিকেল কলেজ (এএফএমসি), ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ ঠিকানায় পৌঁছাতে হইবে।
আবেদনপত্রের সাথে প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত ১০/- টাকার অব্যবহৃত ডাকটিকেট যুক্ত একটি ১০x৫ ইঞ্চি সাইজের ফেরত খাম।
আবেদনপত্রের খামের ওপর পদের নাম নিজ জেলা ও বিশেষ কোটা উল্লেখ করিতে হইবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র বৈধ বিবেচনা করা হইবে না।
প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সাথে নিম্নোক্ত সার্টিফিকেট ও কাগজপত্র দাখিল করিতে হইবে। অন্যথায় তাহার আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে:
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত তথ্যাদি সংযুক্ত করতে হবে-
- ০৪ (চার) কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত কপি
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে গৃহীত নাগরিক/চারিত্রিক সনদপত্র
- অভিজ্ঞতার সত্যায়িত সদনপত্র (যদি থাকে)